ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীর বিভিন্ন স্থপনা ও প্রতিষ্ঠানের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে টুঙ্গিপাড়ার মধুমতি নদীতে ৭২ কোটি ৬৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত শেখ লুৎফর রহমান সেতু, ৯ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে বিআরটিসি ট্রেনিং ইনন্সিটিউট ও ২০ কোটি ৩৬ লাখ টাকা ব্যায়ে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্ভোধন এবং কাশিয়ানীর কালনায় মধুমতি নদীতে ২৭২ কোটি টাকা ব্যায়ে ৪ লেনের ৭শ মিটার সেতু নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন। শনিবার গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিন অবরোধের নামে দেশব্যাপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা বন্ধ করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আহবান জানান। তিনি সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমরা সরকার গঠনের পর থেকে যে সকল কর্মসূচি হাতে নিয়েছি তা বাস্তবায়নের পরে দারিদ্রের হার ২৪ ভাগে নামিয়ে এনেছি। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ আছে আগামী চার বছরের মধ্যে অন্তত আরো ১০ ভাগ দারিদ্রের হার কমিয়ে আনবো। তাহলে আমরা বাংলাদেশকে দরিদ্র মুক্ত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পরব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নিত করা হবে এ বিশ্বাস নিয়েই আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক চৌধূরী এমদাদুল হক, গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর ও নড়াইল জেলার জেলা প্রশাসক, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটুসহ চার জেলার উর্দ্ধতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment