বাইকে প্রস্রাব, কুকুরকে গুলি মারল কনস্টেবল!

কি বলা যাই,মাত্রাতিরিক্ত রাগ নাকি বিকৃত মস্তিষ্ক,
তা আপনারাই ঠিক করবেন।কিন্তু ভারতের উত্তরাখণ্ডের এক পুলিশকর্মীর এই কীর্তিকে 'বেনজির' আখ্যা দেওয়াই যায়।
তোলাবাজি বা মস্তানির মতো খাঁকি উর্দির
অপব্যবহারের একাধিক অভিযোগ
উঠেছে পুলিশের একাংশের বিরুদ্ধে। এবার
পুলিশের 'দাদাগিরি' থেকে বাদ গেল
না পশুও। পুলিশের রাগের খেসারত প্রাণ
দিয়ে দিতে হল একটি রাস্তার কুকুরকে।
ঘটনাটি ২৪ জানুয়ারির হলেও স্থানীয়
বাসিন্দাদের
সৌজন্যে বিষয়টি পরে জানাজানি হতেই
নড়েচড়ে বসেছে উত্তরাখণ্ড পুলিশ। স্থানীয়
বাসিন্দারা জানিয়েছেন, বিনোদ চৌহান
নামে এক কনস্টেবল মোটরবাইক দাঁড়
করিয়ে রাস্তার ধারের একটি দোকানে কিছু
একটা কিনছিলেন। ওই সময় তার বাইকের
চাকায় প্রস্রাব করে দেয় একটি রাস্তার কুকুর।
মাথা গরম হয়ে যায় কনস্টেবলের। এরপর
সে যা করে, তা ভাবতেও পারেননি স্থানীয়
বাসিন্দারা। খাপ থেকে পিস্তল বের
করে কুকুরটির পায়ে পরপর
কয়েকটি গুলি চালায়। কুকুরটি ঘটনাস্থলেই
মারা যায়। তারপর নির্বিকার ভাবে বাইক
চালিয়ে চলে যায় সে।
ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা যোগাযোগ
করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। ওই
স্বেচ্ছাসেবী সংস্থা বিনোদ চৌহানের
বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। শুক্রবার
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন
উত্তরাখণ্ডের ডিজিপি। -ইন্ডিয়াটাইমস

Comments