ব্যাটসম্যানদের তাণ্ডব থামাতে আইসিসির নতুন নিয়ম

ম্যাচে ব্যাটসম্যানদের তাণ্ডব
থামাতে এবার বেশ কিছু নতুন নিয়ম
আনতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক
সংস্থা৷ মাঠে চার-ছক্কার
সংখ্যা কমাতে উদ্যেগী হয়েছে আইসিসি৷
আইসিসি-র মুখ্য আধিকারিক ডেভিড
রিচার্ডসন বলছেন,‘ ব্যাটের
ব্যালান্সে কিছুটা পরিবর্তন
আনা হতে পারে৷ অনেক সময় খারাপ শটেও
ব্যাটের গুনে ছয় হয়ে যাচ্ছে৷ তাই
আমরা সেটা শুধরানোর চেষ্টা করছি৷ এখন
খুব ভালো ব্যাটই তৈরি হয়৷ ব্যাটের সুইট
স্পটও এখন অনেক বেশি প্রশস্ত৷
আজ থেকে ১০-১৫ বছর আগে এরকমটা হত না৷
তাই এমসিসি ও
আইসিসি যৌথভাবে চেষ্টা করছে ব্যাটের
গভীরতায় কিছু সংশোধন আনার৷ আপাতত
বাউন্ডারির পরিধি বাড়াচ্ছি আমরা৷
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিকাংশ মাঠই
অনেক বড়৷ আমরা বাউন্ডারির
দড়ি কমপক্ষে ৯০ গজ পিছিয়ে আনার
চেষ্টা করছি৷’
এমসিসি-র রিপোর্টে দেখা গিয়েছে শেষ
একশো বছরে ব্যাটের ঘণত্ব ২২ মিলিমিটার
বেড়েছে৷ এবং ‘সুইট স্পট’ দু’থেকে আড়াই গুন
বেড়ে গিয়েছে৷ পাশাপাশি ব্যাটের ধার
গুলিও ৩০০ শতাংশ পুরু হয়েছে৷ যদিও নতুন
নিয়ম আনার বিরোধীতা করেছেন রাহুল
দ্রাবিড়, স্টিভ ওয়া ও শার্লট এডওয়াডর্সরা৷

Comments