২ গোল পরিশোধ করে খেলায় ফিরলো বাংলাদেশ

মালয়েশিয়ার দেয়া ২ গোল পরিশোধ করে খেলায়
ফিরেছে বাংলাদেশি টাইগাররা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমনাত্বক
খেলায় ফিরে তারা। ৪৬ মিনিটে প্রথম গোল
পরিশোধ করেন জাহিদ হোসেন এমিলি। তার
প্রায় দশ মিনিট পর ৫৩ মিনিটের মাথায়
দ্বিতীয় গোলটি শোধ করেন দুই নম্বর
জার্সি পরিহিত ইয়াসিন। ফলে এখন পর্যন্ত
খেলার ফলাফল বাংলাদেশ-২,
মালয়েশিয়া-২।
এর আগে খেলার ৩১ মিনিটে মালয়েশিয়ার
পক্ষে প্রথম গোল করেন নাজিরুল ইসলাম। তার
কিছুক্ষণ পর কুমারন আরও একটি গোল
করে ব্যবধান দ্বিগুণ করেন। বাংলাদেশ-০,
মালয়েশিয়া-২ স্কোরবোর্ড
নিয়ে বিরতিতে যায় দু’দলই।
বিরতি শেষে মাঠে নেমেই
চাপে মালয়েশিয়াকে চাপে ফেলে দিয়েছে ম
এখন পর্যন্ত খেলায় ২-২ গোলে সমতা বিরাজ
করছে।

Comments