বিতর্ক ভুলে মেসির প্রশংসায় এনরিকে

কয়েকদিনের মধ্যেই সব বিতর্ক উধাও ৷
লিওনেল মেসি-লুইস এনরিকে বিতর্ক এখন
অতীত হয়ে গিয়েছে ৷ লা লিগায়
ভিয়ারিয়ালের বিপক্ষে দুই দুইবার
পিছিয়ে পড়েও ৩-২
গোলে জেতে বার্সেলোনা । কাতালানদের
পক্ষে একটি করে গোল করেন মেসি, নেইমার
ও রাফিনিয়া । ম্যাচ শেযে মেসি-
নেইমারের প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ ৷
এনরিকে বলেছেন, ‘মেসি-নেইমার দারুণ
প্লেমেকার ৷এমন দারুণ প্লেমেকার
পাওয়াটা আমাদের জন্য আনন্দের ব্যাপার।
মেসি-নেইমার দু’জনেই ম্যাচের
রং বদলে দেওয়ার ক্ষমতা আছে ৷ওদের জন্যই
আমরা পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছি ৷’ ফুটবল
মহলের ধারণা এই মন্তব্যের পরে মেসি-
এনরিকের মধ্যে বিতর্ক দূর হয়ে যাবে ৷এখন
দেখার ওই বিতর্ক মেটে কি না ৷

Comments