Skip to main content
ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না
ম্যানচেস্টার সিটির। যোগ করা সময়ে জেমস মিলনারের গোলে এবার দুর্বল হাল
সিটির সঙ্গে কোনোমতে ড্র করেছে তারা।
শনিবার
ইতিহাদ স্টেডিয়ামে প্রথম সত্যিকারের সুযোগটি পায় হাল সিটি। রবি ব্র্যাডির ক্রসে
আহমাদ এলমোহামাদির হেড বারে লেগে ব্যর্থ হয়ে যায়।
তবে ৩৫তম মিনিটে আর হতাশ
হতে হয়নি অতিথিদের। জ্যাক লিভারমোরের শট ঠেকিয়ে দেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জো
হার্ট। এরপর গ্যাসটন রামিরেসের শট বারে লেগে ফিরে। ফিরতি বলে অবশ্য ফাঁকা জালে বল
পাঠাতে সমস্যা হয়নি ডেভিড মেলারের।
৪৩তম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে
ম্যানচেস্টার সিটি। সামির নাসরি শট নিতে একটু দেরি করায় সেবার বল বিপদমুক্ত করেন
হাল সিটির একজন খেলোয়াড়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরোনার আরেকটি দারুণ
সুযোগ আসে স্বাগতিকদের সামনে। পাবলো সাবালেতা বক্সে বল বাড়ান এদিন জেকোকে। তবে তিনি
শট লক্ষ্যে রাখতে না পারায় হতাশ হতে হয় শিরোপাধারীদের।
সমতা ফেরাতে মরিয়া
মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা হাল সিটির ওপর প্রচণ্ড চাপ তৈরি করলেও গোলের তেমন
সুযোগ তৈরি করতে পারছিল না।
৮৯তম মিনিটে ৮ গজ দূর থেকে সের্হিও আগুয়েরোর শট
বারে লাগলে হতাশা আরো বাড়ে স্বাগতিকদের। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে
ম্যানচেস্টার সিটি শিবিরে স্বস্তি ফেরান মিলনার। ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করে
দলের হার এড়ান তিনি।
এনিয়ে লিগে টানা চার খেলায় জয়শূন্য থাকলো ম্যানচেস্টার
সিটি। এই ড্রয়ে চেলসির চেয়ে আরো পিছিয়ে পড়লো তারা। ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুই
নম্বরে রয়েছে শিরোপাধারীরা। সমান ম্যাচে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৫৬। শনিবারের
অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারায় জোসে মরিনিয়োর দল।
Comments
Post a Comment