জর্ডানের এক পাইলটকে জীবন্ত পোড়ানো হয়েছে । ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করল আইএসআইএ স।জর্ডানের তরফ থেকে ওই পাইলটকে মুক্ত করার চেষ্টা চলছিল । এমনকী ওই পাইলটকে মুক্ত করার দাবিতে এক আইএস বন্দিকেও ফিরিয়ে দিতে চেয়েছিল জর্ডান।
জর্ডানের নিরাপত্তাকর্মীরা বারবার ঘটনার
সত্যতা যাচাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন
।মুয়াত আল কাসায়েসবেহকে গত
ডিসেম্বরে বন্দি করে আইএস । এফ ১ ফাইটার
জেট ভেঙে পড়ে আইএস অধিকৃত এলাকায় ।
তারপরই তাকে বন্দি করে ফেলে আইএস
সদস্যরা ।
জর্ডানের তরফ থেকে বলা হয়েছে, এখনও
তারা ওই আইএস
বন্দিকে ফিরিয়ে দিতে রাজি, যদি তাদের
‘হিরো’ কে ফিরিয়ে দেওয়া হয় ।
জাপানি সাংবাদিক হত্যার ঘটনার তীব্র
প্রতিবাদও জানিয়েছে জর্ডান । ওই ঘটনার
পরই আইএস বন্দিকে মুক্ত করার সিদ্ধান্ত
নেওয়া হয়েছিল রাষ্ট্রের তরফ থেকে ।
Comments
Post a Comment