Skip to main content
‘ইংল্যান্ড বিশ্বকাপ জিততেই এসেছে’
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে টানা
তিনটি ম্যাচে হারার পরও বিশ্বকাপ জয়ের আশা ছাড়ছেন না ইংল্যান্ডের অধিনায়ক
ওয়েন মরগ্যান। ইংল্যান্ড শিরোপা জিততেই অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছে বলে
জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া আর নিউ জিল্যান্ড থেকে বিশ্বকাপ নিয়ে ফেরাটা সহজ হবে না, এটা
ভালো করেই জানেন মরগ্যান। তবে ইংল্যান্ডের খেলোয়াড়রা তাদের প্রতিভা ঠিকভাবে
কাজে লাগাতে পারলে বিশ্বকাপ জিতেই দেশে ফিরতে পারবেন বলে আত্মবিশ্বাসী
তিনি।
“আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। এটাই শেষ কথা। …আমরা নিজেদের সেরা অবস্থায় থাকলে এই বিশ্বকাপ জিততে পারি।”
শনিবার বিশ্বকাপ-পূর্ব সংবাদ সম্মেলনে মরগ্যান তার দল নিয়ে বলেন, “আমার খেলা দলগুলোর মধ্যে এটা নিশ্চিতভাবে সবচেয়ে প্রতিভাবান দল।”
Comments
Post a Comment