Skip to main content
ধোনির কাছে বিশ্বকাপ উন্মুক্ত
এগিয়ে আসছে বিশ্বকাপ শুরু হওয়ার দিন, বাড়ছে
উত্তাপ। মহেন্দ্র সিং ধোনি যা বললেন, তাতে মনে হয় এবারের বিশ্বকাপ ভালোই
উত্তাপ ছড়াবে। শিরোপা লড়াইটা বেশ উন্মুক্ত হবে বলে মনে করেন ভারত অধিনায়ক।
ক্রিকেট পণ্ডিত আর বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের অনেকের কাছে দক্ষিণ আফ্রিকা
আর সহ আয়োজক অস্ট্রেলিয়াই এই বিশ্বকাপের শীর্ষ ফেভারিট দুই দল। কেউ কেউ
আবার আরেক আয়োজক দেশ নিউ জিল্যান্ডেরও সম্ভাবনা দেখেন।
ধোনির কাছে অবশ্য বিষয়টি এত সরল নয়। ‘ফেভারিট’ হিসেবে নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি বর্তমান চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক।
শনিবার
বিশ্বকাপ-পূর্ব সংবাদ সম্মেলনে ধোনি বলেন, আমি মনে করি, এই বিশ্বকাপে
বেশিরভাগ দলই খুব ভারসাম্যপূর্ণ। বেশিরভাগ দলকেই ভালো মনে হচ্ছে। আমি যখন
বেশিরভাগের কথা বলি, এটা ছয় বা সাতটি দল। তাই আমার মনে হয়, এই বিশ্বকাপটা
সব দলের জন্যই খুব বিশেষ কিছু হবে।”
ধোনি মনে করেন, বিশ্বকাপের সময় দলগুলোর ধারাবাহিকতা বজায় রেখে নকআউট পর্বে ওঠাটা গুরুত্বপূর্ণ হবে”
অনেকেই অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে ফেভারিট মনে করলেও ধোনি মনে করেন, স্বাগতিক দুই দেশের জন্য কাজটা অত সহজ হবে না।
“এটা একটু কঠিন। বিষয়টি এমন নয় যে, অনেক স্বাগতিক দল জিতেছে।”
কদিন
আগেই অস্ট্রেলিয়ায় শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা একদমই ভালো কাটেনি
ভারতের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা চারটি ম্যাচের একটিতেও
জিততে পারেনি তারা।
গত শুক্রবার কন্যা সন্তানের বাবা হওয়া ধোনি অবশ্য এরপরও হাল ছাড়তে রাজি নন।
“চ্যাম্পিয়ন্স
ট্রফি (২০১৩ সালে) খেলতে যাওয়ার সময়ও আমরা এর মতো একই অবস্থায় ছিলাম এবং
দলের সবাই এগিয়ে এসেছিল। আমি মনে করি, এটাই গুরুত্বপূর্ণ।”
Comments
Post a Comment