১২ ফেব্রুয়ারী বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মাশরাফি

বিশ্বকাপের আসর মূলত ১৪ ফেব্রুয়ারী শুরু
হলেও বিশ্বকাপের ১১ তম আসরের
উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১২ ফেব্রুয়ারী।
একই দিন সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের
আয়োজন রেখেছে সহ-আয়োজক
নিউজিল্যান্ডও।
১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের
মধ্যকার উদ্বোধনী ম্যাচের আয়োজক শহর
ক্রাইস্টচার্চে হবে সেটি। ওই অনুষ্ঠানে যোগ
দেওয়ার কথা আছে নিউজিল্যান্ড,
শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও
জিম্বাবুয়ে দলের অধিনায়কদেরও।
তবে উদ্বোধনী অনুষ্ঠানের দিনটি যে ভীষণ
ব্যস্ততার মধ্যে কাটবে মাশরাফি বিন
মর্তুজার দল ।কারণ ১২
ফেব্রুয়ারী আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ার্ম-আপ
ম্যাচ আছে বাংলাদেশের।
ম্যাচ শেষ হওয়া মাত্রই বিশ্বকাপের যোগ
দেওয়ার হুড়োহুড়িতেও
পড়ে যাবে বাংলাদেশ । ওয়ার্ম-আপ ম্যাচ
আর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ভিন্ন
দুটো শহরে।
সেদিন শুধু বাংলাদেশেরই নয়, ওয়েস্ট
ইন্ডিজ ও স্কটল্যান্ডের মধ্যকার ওয়ার্ম
ম্যাচটিও রয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
সেদিন বিকেলে সিডনি থেকে হেলিকপ্টার
উড়ানে আইরিশ, স্কটিশ ও ক্যারিবীয়
অধিনায়করাও সঙ্গী হচ্ছেন মাশরাফির
সাথে। শুধু নিজ নিজ দলের হয়ে অধিনায়করাই
নয় ,
উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়কের সাথে আরও
উপস্থিত থাকবেন প্রত্যেক দলের আরো একজন
করে প্রতিনিধি। বাংলাদেশ দলের পক্ষ
থেকে মাশরাফির
সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন
ম্যানেজার খালেদ মাহমুদ।

Comments