বোমা আতঙ্কে বিমানের জরুরি অবতরণ

বোমা আতঙ্কে জেরে জরুরি অবতরণ করানো হল
একটি যাত্রীবাহী বিমানকে । বুধবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ
চীনের চুংকিং প্রদেশে । বিমানটি যাচ্ছিল দক্ষিণ চীনের
স্বশাসিত প্রদেশ ন্যানিং থেকে বেজিংয়ের দিকে ।
চায়না ইন্টারন্যাশনাল রেডিওর তরফে জানানো হয়েছে, উড়ান
শুরুর পর থেকেই এক
যাত্রী বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করতে শুরু
করেন । ওই যাত্রীর চিৎকারে অন্যরাও আতঙ্কিত হয়ে পড়েন ।
কার্যত যাত্রীদের দাবি মেনেই বিমানটি জরুরি অবতরণ
করানো হয় বলে চীনের অসামরিক বিমান পরিবহণ দফতরের
তরফে জানানো হয়েছে ।
বিমানটি নামার পর তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় ।
কিন্তু কিছুই পাওয়া যায়নি ৷ কে বা কারা কী উদ্দেশে এ গুজব
রটাল, তা স্পষ্ট নয় । সন্দেহজনক তিন যাত্রীকে আটক
করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে । বাকি যাত্রীদের
নিয়ে বিমানটি পরে বেজিংয়ের দিকে রওনা দেয় ।

Comments