গায়ে ঘামের দুর্গন্ধ তাড়াতে অনেকেই
ব্যবহার করেন বডি স্প্রে। এবার গুগল
তৈরি করছে বডি স্প্রের বিকল্প
একটি পরিধেয় যন্ত্র। এটি স্মার্ট হাতঘড়ির
মতো কাপড়ের নিচে পরে থাকা যাবে।
শরীরের দুর্গন্ধ দূর করার এই
যন্ত্রটি থেকে সুগন্ধ বের
হবে এবং ব্যবহারকারীকে সতেজ রাখবে।
সম্প্রতি এই যন্ত্রটির পেটেন্ট অনুমোদন
পেয়েছে গুগল।
গুগলের এই সুগন্ধি বের হওয়ার
যন্ত্রটিতে থাকবে কয়েকটি সেন্সর,
যা ব্যবহারকারীর শারীরিক অবস্থার
বিষয়টি শনাক্ত করতে সক্ষম হবে। এ ছাড়াও
পরিবেশের তাপমাত্রা ও
আর্দ্রতা মেপে শরীরের ঘাম ও দুর্গন্ধের
বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয়
সুগন্ধি ছাড়বে। এই
সুগন্ধি যন্ত্রটি স্মার্টফোনের
সঙ্গে সংযুক্ত করা যাবে এবং এই
যন্ত্রটি থেকে গুগল ম্যাপ ব্যবহার
বা প্রয়োজনীয় তথ্যও পাওয়া যাবে।
Comments
Post a Comment