বরপক্ষের খাবারের প্লেটের আঘাতে কনের ভাই নিহত, বিয়ে পন্ড, গ্রেফতার ৪

মৌলভীবাজারে কমিউনিটি সেন্টারে বরপক্ষের খাবারের প্লেটের
আঘাতে কনের চাচাতো ভাই হুমায়ূন আহমদের (২০) মৃত্যু হয়েছে।মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, সাধুহাটি গ্রামের আব্দুর রহমানের ভাই ইস্কান্দর মিয়ার মেয়ের সঙ্গে সিলেট জেলার গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণ গ্রামের খছরু মিয়ার ছেলে কমরু মিয়ার বিয়ে রবিবার ঠিক হয়।তিনি জানান, দুপুর আড়াইটার দিকে বরপক্ষের লোকজন যথারীতি কমিউনিটি সেন্টারে এসে পৌঁছে। এ সময় খাবার টেবিলে চেয়ারে বসা নিয়ে উপস্থিত লোকজনের
মধ্যে কথা কাটাকাটি হয়। হুমায়ূন সমঝোতা করতে আসলে এক বরযাত্রী খাবার প্লেট দিয়ে তার মাথায় আঘাত
করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
সদর উপজেলার সরকারবাজার এলাকার আল মাহবুব
কমিউনিটি সেন্টারে রবিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ
ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে চার বরযাত্রীকে আটক করে।
নিহত হুমায়ূন সদর উপজেলার সাধুহাটি গ্রামের সাবেক ইউপি সদস্য
আব্দুর রহমানের ছেলে।

Comments