স্বাধীন:- ফেসবুকে বেশি লাইকের আশায় অদ্ভুত
ছবি পোস্ট করেন অনেকে। এসব
ছবি তুলতে তাঁরা এমন সব কাণ্ড করেন,
যা অনেক সময় বিপদেও ফেলে দেয়। এমনই
এক ঘটনা ঘটিয়েছেন ভারতের
হায়দরাবাদের এক যুবক।
ফেসবুকে বেশি লাইকের আশায়
তিনি চিড়িয়াখানায় ঢুকে বয়স্ক এক
কচ্ছপের ওপর উঠে দাঁড়িয়ে ছবি তুলেছেন।
এরপর সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
ছবিটি সামাজিক যোগাযোগের
ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ফজল শেখ
নামের ওই যুবককে আটক করে পুলিশ।
দোষী সাব্যস্ত হলে ওই যুবকের ছয় মাসের
কারাদণ্ড বা দুই হাজার
রুপি জরিমানা হতে পারে। এ
ব্যাপারে ফজল শেখের বক্তব্য হচ্ছে,
‘আমি ফেসবুকে ছবি পোস্ট করার জন্য
কচ্ছপের ওপর দাঁড়িয়েছিলাম। এই
ছবিতে অনেক লাইক পেয়েছিলাম, কিন্তু
বিনা মূল্যের ওই লাইকের জন্য
আমাকে বড় ক্ষতিপূরণ
দিতে হবে নিঃসন্দেহে।’
Comments
Post a Comment