লা লিগার আয়োজক কমিটি মঙ্গলবার ক্লাসিকোর দিন চূড়ান্ত করে।
মৌসুমের শেষ ক্লাসিকো হবে বার্সেলোনার মাঠ ক্যাম্প নউতে বাংলাদেশ সময় রাত দুইটায়।
লিগের
তালিকায় সবার ওপরে আছে কার্লো আনচেলত্তির রিয়াল। সর্বশেষ ম্যাচে
নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হারলেও ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে
আছে তারা।
রিয়াল মাদ্রিদের হারের সুযোগে তালিকায় তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে
বার্সেলোনা। নিজেদের শেষ ম্যাচে আথলেতিক বিলবাওকে হারিয়ে ৫৩ পয়েন্ট নিয়ে
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লুইস এনরিকের দল।তালিকায় রিয়াল ও
বার্সেলোনা পাশাপাশি থাকায় মার্চের ক্লাসিকো দুটি দলের জন্যই গুরুত্বপূর্ণ।
কেননা, লা লিগার নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে হেড টু হেডে গোল পার্থক্য
হয়ে ওঠে শিরোপা নির্ধারক।
রোনালদো-বেনজেমাদের রিয়াল মাদ্রিদ অবশ্য এল
ক্ল্যাসিকোর চলতি লিগের হেড টু হেডে এগিয়ে আছে। লা লিগার প্রথম দেখায়
নিজের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।
Comments
Post a Comment