এই প্রজন্মের সবথেকে বড় নেশা বোধহয়
ইন্টারনেট । এই নেশার জালেই আবদ্ধ নতুন
প্রজন্ম । ইন্টারনেটের
নেশা থেকে মুক্তি পেতে নিজের হাতই
কেটে ফেললেন চীনের এক তরুণ । চীনের
জিয়াংসু প্রদেশের নানটঙে এই
ঘটনা ঘটেছে ।
প্রতিদিন বহু ঘণ্টা অনলাইনে কাটাতেন ১৯
বছরের ওই তরুণ ।
এমনই নেশা পেয়ে বসে যে নেশার হাত
থেকে মুক্তি পেতে ধারালো ছুরির
সাহায্যে নিজের বাঁ হাতটি কেটে ফেলেন
তিনি । ১০ ঘণ্টার অস্ত্রপচারের পর
চিকিত্সকরা কাটা হাত
জোড়া দিতে পেরেছেন । নিজের বাবা,
মাকেও এই ঘটনা জানাননি তরুণ । যেই
ট্যাক্সি ড্রাইভার
তাকে হাসপাতালে নিয়ে যান তিনিই
পুলিসকে খবর দিয়েছিলেন । পর পুলিস
ঘটনাটি ওই তরুণের অভিভাবককে জানায় ।
নিজের ওপর বিতৃষ্ণা থেকে এই ধরণের
অঙ্গচ্ছেদের প্রবনতা ভ্যান গগ সিনড্রোম
নামে পরিচিত ।
চীনের ইন্টারনেটের নেশা এতটাই মারাত্মক
আকার ধারণ করেছে যে সরকারের পক্ষ
থেকে এরমধ্যেই ইন্টারনেট ডি-অ্যাডিকশন
ড্রাইভ লঞ্চ করা হয়েছে । চীনের ২.৪
কোটি মানুষ ইন্টারনেটের নেশায় আচ্ছন্ন ।
Comments
Post a Comment