দেশীয় বাজারে এখনই কমছেনা জ্বালানী তেলের দাম

ঢাকা: দেশীয় বাজারের
সাথে বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম কখনও সমন্বয়
করা হয় না। আর তাই বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম
কমলেও দেশীয় বাজারে এখনই কমছেনা।
আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বিষয়ক
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নেয়া এমন সিদ্ধান্তের
কথা সাংবাদিকদের জানান কমিটির সভাপতি মো. তাজুল
ইসলাম।
তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে দেশের জ্বালানি তেলের
দাম কোনো দিনই সমন্বয় করা হতো না। তাই বিশ্ববাজারে দাম
কমলেও এখনই কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এই দরপতন কত
দিন স্থায়ী হবে সেটা বিবেচনা করেই সমন্বয় করা হবে।
তাজুল ইসলাম বলেন, আসন্ন গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের
কোনো লোডশেডিং হবে না। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের সব
প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু,
মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, আ ফ ম
বাহাউদ্দিন (নাছিম) ও নাসিমা ফেরদৌসী অংশ নেন।

Comments