গত ডিসেম্বরে সিনেমাটির চিত্রনাট্যের সত্ত্ব কিনে নিয়েছে সনি।
‘প্যাসেঞ্জাসর্’ নির্মাণ করবেন ‘দ্য ইমিটেশন গেইম’ খ্যাত পরিচালক মটর্েন
টিলডম।
সিনেমার
কাহিনি গড়ে উঠবে এক মহাকাশযানের যাত্রীদের নিয়ে। সেই মহাকাশযানে চড়ে অন্য
একটি গ্রহে উদ্দেশ্যে যাত্রা করেন হাজারখানেক মানুষ।
ওদিকে দেখা যায়,
৯০ বছর পর মহাকাশযানের ক্যাপসুল থেকে ঘুম ভেঙ্গে ওঠেন এক যাত্রী। অন্য যাত্রীরা
ঘুম থেকে ওঠার আগে তিনি এক নারী যাত্রীকে জাগিয়ে তোলেন, শুরু হয় তাদের প্রেম
কাহিনি।
‘ডক্টর স্ট্রেঞ্জ’- এর চিত্রনাট্যকার জন স্পাইটস সিনেমাটির
চিত্রনাট্য লিখবেন, তবে এখনও ঠিক হয়নি এর মুক্তির তারিখ।
Comments
Post a Comment