Skip to main content
ভারত দলে ইশান্তের বদলে মোহিত শর্মা
ভারতের বিশ্বকাপ দলে ইশান্ত শর্মার জায়গায় এসেছেন আরেক পেসার মোহিত শর্মা।
বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি ইশান্তের বদলে মোহিতের
অন্তর্ভূক্তি অনুমোদন করার পর ভারত বোর্ড তার নাম ঘোষণা করে।
হাঁটুর চোটের
কারণে শানিবার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন ইশান্ত। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ভারতের
দলে থাকা মোহিত অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ দলের সঙ্গেই ছিলেন।
অস্ট্রেলিয়ায়
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হাঁটুতে চোট পান
ইশান্ত। এক মাসেরও বেশি সময় তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে
হবে।
২৬ বছর বয়সী মিডিয়াম পেসার মোহিত ভারতের হয়ে ১২টি ওয়ানডে খেলে ৪০.৫০
গড়ে ১০টি উইকেট নিয়েছেন।
Comments
Post a Comment