মরণব্যাধি ক্যান্সার জয়ী বলিউড তারকারা

চিকিৎসা শাস্ত্রে অনেক উন্নতি করেছে বিশ্ব।ক্যানসারের মোকাবিলাও অনেকাংশে সম্ভব
হয়েছে।তবু এই রোগ নিয়ে এখনো আতঙ্কের
শেষ নেই।অনেক তারকারাই এই ক্যানসারের
বিরুদ্ধে সচেতনতা প্রচারে অংশ নিয়েছেন।
ক্যানসারের হাত থেকে বেচে যাওয়া তারকারা নিজেদের জীবন অভিজ্ঞতা থেকেই সচেতনতা প্রচার চালাচ্ছেন, ক্যানসার রোগীদের
পাশে দাঁড়িয়েছেন। নিচে এ
সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করা হলো।
মুমতাজ : একসময়ে বলিউডে একের পর এক হিট
সিনেমা ও গান দিয়ে সবার মন জয়
করে নিয়েছিলেন মুমতাজ। ৫৪ বছর বয়সে স্তন
ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ১১
বছর বাদেও এখন তিনি সুস্থ। যোগব্যায়াম,
সাঁতার, জিম, সুস্বাস্থ্যকর খাবারদাবার
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের
প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্যই আজ
তিনি ক্যানসারকে হারাতে পেরেছেন।
মণীষা কৈরালা : হাসির জন্যই জনপ্রিয়
ছিলেন সুন্দরী ও প্রতিভাবান
অভিনেত্রী মণীষা কৈরালা। ৪২ বছর
বয়সে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হন
মণীষা। নিউ ইয়র্কের
হাসপাতালে চিকিৎসা চলে অভিনেত্রীর।
কেমো চলাকালীন নিজের ন্যাড়া মাথার
ছবি পোস্ট করেন অভিনেত্রী। ক্যানসারের
পার্শ্বপ্রতিক্রিয়ায় তার চুল যে ঝরে যাচ্ছিল
তাতে বিন্দুমাত্র সঙ্কোচবোধ
করেননি মণীষা। নিজের ইতিবাচক
মনোভাবের জোরে মৃত্যুর সঙ্গে লড়াই
চালাতে থাকেন। আর এখন ক্যানসার
আক্রান্তদের আশার পথ দেখান অভিনেত্রী।
অনুরাগ বসু : ‘বরফি’ সিনেমার প্রতিভাবান
পরিচালক অনুরাগ বসু। অনেকেই জানেন না যে,
২০০৪ সালে রক্তের ক্যানসারে আক্রান্ত
হয়েছিলেন অনুরাগ বসু। সে বছরই তার প্রথম
কন্যা ইশানার জন্ম হয়। ডাক্তারও
জানিয়ে দিয়েছিল ২ মাসের বেশি সময় নেই
অনুরাগের কাছে। কিন্তু চিকিৎসকের এই
সতর্কবানী টলাতে পারেনি শক্ত মনের
মানুষটিকে।
হাসপাতালের বিছানা থেকেই
‘তুমসা নেহি দেখা’ সিনেমার নির্দেশনার
পরামর্শ দিতে থাকেন অনুরাগ। সেই সময়ই
‘লাইফ ইন মেট্রো’ এবং ‘গ্যাংস্টার’ ছবির
চিত্রনাট্য লেখেন অনুরাগ। ৩ বছরের
কেমিওথেরাপি এবং ওষুধের পর আবার
স্বমহিমায় অনুরাগ বসু। উপহার দিলেন ‘বরফি’।
লিসা রে : ২০০৯ সালে রক্তকণিকার
ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী মডেল
লিসা রে। রূপের যাদুতে দর্শকদের
মাতিয়েছিলেন যে অভিনেত্রী,
তিনি ক্যানসারে আক্রান্ত
শুনে শিউরে উঠেছিল লিসা ভক্তরা। যদিও এই
ভয়াবহ রোগ
লিসাকে মানসিকভাবে ভেঙে দেয়নি। ২০১০
সালে প্লাজমা প্রতিস্থাপন পদ্ধতির
মাধ্যমে ক্যানসার মুক্ত হন লিসা।
বারবারা মোরি: বলিউডে ‘কাইট’
সিনেমা খ্যাত
বিদেশী অভিনেত্রী বারবারা মোরিও ২০১০
সালে ক্যানসারে আক্রান্ত হন। যদিও
প্রাথমিক পর্যায়েই ধরা পড়ায়
তিনি অল্পদিনের চিকিৎসার পরই সুস্থ
হয়ে যান। তথ্যসূত্র-আরবিডি

Comments