Skip to main content
বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ধাম্মিকা
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন
শ্রীলঙ্কার ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ। দেশটির ক্রিকেট বোর্ড তার বদলি
নেয়ার ব্যাপারে অবশ্য এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
শনিবার দলের অনুশীলনে বাঁহাতে চোট পান ধাম্মিকা। পরে জানা যায়,
তার হাত ভেঙে গেছে এবং অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে
হবে।
প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া দলের সঙ্গে যোগ দেয়ার জন্য নিউ
জিল্যান্ডের পথে আছেন। এই কারণেই দ্রুত সিদ্ধান্ত নিতে পারেনি
শ্রীলঙ্কা।
ধারণা করা হচ্ছে, স্ট্যান্ড বাই থাকা দুই ফাস্ট বোলার শামিন্দা
এরাঙ্গা ও দুশমন্ত চামিরার মধ্যে একজন ধাম্মিকার বদলি হতে পারেন। তবে দলের ব্যাটিং
শক্তি বাড়ানোর জন্য শ্রীলঙ্কা একজন ব্যাটসম্যানও নিতে পারে বলে অনেকে মনে
করেন।
Comments
Post a Comment