Skip to main content
রিয়ালের সঙ্গে ব্যবধান কমাতে বিলবাও পরীক্ষায় বার্সা
স্পেনের লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের
সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে
নামবে বার্সেলোনা। তবে কাজটি খুব একটা সহজ হবে না বলেই মনে করেন ক্লাবটির
কোচ লুইস এনরিকে।
রোববার বিলবাওয়ের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত
২টায়।
শনিবার আতলেতিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে উড়ে যাওয়াতেই
বার্সেলোনার পয়েন্ট ব্যবধান কমানের সুযোগ আসে। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে
রিয়াল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট এখন
৫০।
বিলবাও এই মুহূর্তে পয়েন্ট তালিকার দ্বাদশ স্থানে আছে। অনেকেই মনে
করছেন, মাঝারিমানের এই দলটির বিপক্ষে জিতে শিরোপা লড়াইটা আরও জমিয়ে তুলবে
বার্সেলোনা।
বার্সেলোনা কোচ অবশ্য বিষয়টিকে এতটা সহজ মনে করেন না। ম্যাচটি
আথলেতিক বিলবাওয়ের মাঠে হচ্ছে বলেই একটু ভয়ই পাচ্ছেন তিনি। এই মাঠে সাম্প্রতিক সময়ে
বার্সেলোনার পরিসংখ্যান হতাশাজনকই।
বিলবাওয়ের মাঠে সবশেষ তিন ম্যাচেই পয়েন্ট
হারায় বার্সেলোনা। এর মধ্যে গত মৌসুমে তো ১-০ গোলে হেরেই আসে তারা।
এসব
বিবেচনা করেই হয়ত শনিবারের সংবাদ সম্মেলনে এনরিকে তার শিষ্যদের সতর্ক করে
দেন।
“তারা আমাদের জন্য ম্যাচের বিভিন্ন সময়ে কাজগুলো কঠিন করে দিতে পারে।
তারা কঠিন এক দল। তারা অনেক চাপ তৈরি করে। বল নিয়ে তারা আমাদের দুই সেকেন্ডের জন্যও
স্বস্তিতে থাকতে দেবে না।”
লিগে বিলবাও আর বার্সেলোনার অবস্থান তুলনা করে
যারা লিওনেল মেসি আর নেইমারদের পক্ষে বাজি ধরছেন, তাদেরও পা মাটিতে রাখার কথা বলেন
এনরিকে।
“তারা একটু খারাপ শুরু পেয়েছে। এটাও বিষয় যে, তারা চ্যাম্পিয়ন্স
লিগে খেলছিল; যেটা দলের ওপর অনেক চাহিদা তৈরি করে। আমি মনে করি, এটাই সম্ভবত তাদের
ওপর প্রভাব ফেলেছিল।”
সব প্রতিবন্ধকতা কাটিয়ে রিয়ালের আরও কাছে যেতে হলে
লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন
এনরিকে।
Comments
Post a Comment