Skip to main content
ইউভেন্তুসের জয়ে তেভেসের গোল
ধুকতে থাকা এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে ইতালির সেরি আয় শীর্ষস্থান পোক্ত করেছে ইউভেন্তুস।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেল
বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার রাতে আর্জেন্টিনার তারকা ফুটবলার কার্লোস
তেভেস ম্যাচের চতুর্দশ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন। ১৪টি গোল করে ৩১ বছর বয়সী এই
ফরোয়ার্ড সেরি আর গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন।
কর্নার থেকে ভিফেন্ডার
লুকা আনতোনেল্লির হেডে ২৮তম মিনিটে সমতা ফিরিয়েছিল মিলান। তবে তিন মিনিট পরেই আবার
ইউভেন্তুসকে এগিয়ে দেন লিওনার্দো বনুচ্চি।
ম্যাচের ৬৫তম মিনিচে স্পেনের
স্ট্রাইকার আলভারো মরাতার গোলে জয় নিশ্চিত হয় টানা তিন বারের চ্যাম্পিয়ন
ইউভেন্তুসের।
২২ ম্যাচে ৫৩ পয়েন্ট ইউভেন্তুসের। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট
নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।
সাতবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন মিলান ২৯ পয়েন্ট
নিয়ে দশম স্থানে আছে।
Comments
Post a Comment