চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন
পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ
হাফিজ।
দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে পায়ের পেছনের
পেশিতে চোট পান হাফিজ।
আন্তর্জাতিক
ক্রিকেকেটেবোলিং করা থেকে নিষিদ্ধ
হাফিজের পরিবর্তে নাসির
জামশেদকে দলে নেয়ার জন্য আইসিসির
কাছে নাম পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট
বোর্ড (পিসিবি)।
সম্প্রতি ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ে এক
নম্বরে থাকা সাইদ আজমল
বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান। অনেকেই
মনে করেছিলেন, হাফিজের
বদলি হিসেবে আজমলকেই হয়ত
দলে নেবে পাকিস্তান।
৩৪ বছর বয়সী হাফিজ ১৫৫টি ওয়ানডে খেলে ৪
হাজার ৫৪২ রান করেন।
আগামী রোববার অ্যাডিলেইডে ভারতের
বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু
করবে পাকিস্তান।
Comments
Post a Comment