Google এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ২০২০ সালে!

সবার জন্য একটি অবাক করা খবর- ‘Google’ এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগমী ২০২০ সালের
১৩ নভেম্বর! কি অবাক হয়ে গেলেন বুঝি?
অবাক হওয়ারই কথা, যে গুগল ছাড়া এক
মুহুর্তের জন্যও আমরা অচল সেই গুগল বন্ধ
হয়ে যাবে, তা কি হতে পারে? ঘটনাটি সত্য
তবে তা এখন পর্যন্ত শুধু কাগজে-কলমে।
বাস্তবে এমনটি ঘটবে কি না এটা নিশ্চিতভাব
রহস্য না রেখে খোলাখুলি বলি-
একটি ইন্টারনেট
ঠিকানাকে বিশ্বব্যাপী চেনানোর জন্য
এবং তা যাতে অন্য কারও
সাথে মিলে না যায়, তার জন্য
আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কেন্দ্রিয়
সংস্থা থেকে কাঙ্ক্ষিত নামের
ঠিকানাটি রেজিস্ট্রেশন
করে নিতে হয়ে এবং তা হয়ে থাকে একটি নির্
মেয়াদের জন্য। বিশ্বব্যাপী ডোমেইন
নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠানটির নাম
‘ICANN’ (Internet Corporation for Assigned
Names and Numbers)। এটি একটি নন-
প্রফিটেবল সংস্থা এবং এটি ‘ডোমেইন নেম’
নিয়ন্ত্রণের পাশাপাশি ইন্টারনেট প্রটোকল
বা আইপি এড্রেসও নিয়ন্ত্রণ করে থাকে।
যাইহোক, গুগল সব নিয়ম মেনেই
‘www.google.com’
নামে ইন্টারনেটে নিজেদের
ঠিকানা তৈরি করেছিল। এবং DNS (Domain
Name System) ট্রাক রেকর্ড এ দেখা যায়,
google.com ডোমেইনটি কেনা হয় ১৯৯৭
সালের ১৫ই সেপ্টেম্বর, এবং ২০১৩ সালের ২৮
ফেব্রুয়ারি এটিকে রি-নিউ করা হয় ৭ বছরের
জন্য। এবং সেই হিসেব অনুযায়ী google.com
এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ২০২০ সালের ১৩
নভেম্বর।
ইন্টারনেট ‘ডোমেইন নেম’
নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ICANN’ এর নিয়ম
অনুযায়ী যদি এই সময়ের মধ্যে গুগল তাদের
ডোমেইন রি-নিউ
না করে তবে তা এক্সপায়ার
হয়ে যাবে এবং ওত পেতে থাকা যে কেউ
তা ছিনিয়ে নিয়ে নিজের
নামে লিখে নিতে পারবে।
তবে গুগলপ্রেমিদের এত সহজেই নিরাশ
কিংবা হতাশ হওয়ার কিছু নেই কারণ গুগল
এতটা উদাহসহীন নয়
যে তারা ডোমেইনটিকে রি-নিউ করার
কথা ভুলে যাবে!

Comments