চট্টগ্রামে বোমা হামলায় নিহত অভিনেত্রী তারিন!

চট্টগ্রামে বোমা হামলায় নিহত হয়েছেন টিভি নাটকের জনপ্রিয়
অভিনেত্রী তারিন আহমেদের ওপর। ভাগ্য বদলে স্বামীর সঙ্গে
নিজেই বোমা মারতে চট্টগ্রামে গিয়েছিলেন এ অভিনেত্রী।
ঘটনাচক্রে তিনিই বোমা হামলায় মারা গেছেন।
সম্প্রতি চট্টগ্রামে এমন এক গল্পের টেলিফিল্মে অভিনয় করলেন
তারিন আহমেদ। এতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তৌকির
আহমেদ। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটির নাম
‘পোড়া গন্ধ শহরজুড়ে’। খুব শিগগিরই একটি প্রেস শো’র মাধ্যমে
টেলিফিল্মটির প্রচার সময় জানানো হবে।
পরিচালক জানান, চলমান রাজনীতির পেট্রলবোমা ইস্যু নিয়েই মূলত
এই টেলিফিল্মের গল্প। এতে দেখা যাবে, ব্যবসার কাজের কথা বলে
স্ত্রীকে সঙ্গে নিয়েই চট্টগ্রামে যান তৌকীর পেট্রলবোমা মারতে।
পেট্রলবোমা মারতে পারলে তার জীবন বদলে যাবে। কিন্তু
ঘটনাক্রমে তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী-ই পেট্রলবোমায় মারা
যান।
তৌকীর আহমেদ বলেন, সমসাময়িক প্রাসঙ্গিকতা নিয়ে
টেলিফিল্মটির গল্প। যেহেতু চট্টগ্রামে শুটিং করা হয়েছে তাই এতে
ভিন্নতা পাওয়া যাবে। কারণ চট্টগ্রাম শহরের আলাদা সৌন্দর্য আছে।
আশা করি দর্শকের খুব ভাল লাগবে।
টেলিফিল্ম প্রসঙ্গে তারিন বলেন, গল্পটি ভাল লাগায় কষ্ট করে
আমরা রাজধানীর বাইরে চট্টগ্রামে গিয়ে শুটিং করেছি।

Comments