অস্ট্রেলিয়ার রানের পাহাড়

দুর্বল প্রতিপক্ষ পেয়ে বেশ ভালোমতোই জাপটে ধরেছে অস্ট্রেলিয়া।পার্থে বিশ্বকাপের ‘এ’ গ্রুপের খেলায় তুলনামূলক
দুর্বল আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট
হারিয়ে ৪১৭ রান করেছে দেশটি। ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৮ রান করেন ডেভিড ওয়ার্নার।
দুপুরে খেলার শুরুতে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ
জানায় আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি। ব্যাট
করতে নেমে দলীয় ১৪ রানেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত মাত্র
৪ রানে সাজঘরের পথ ধরেন ওপেনার অ্যারন ফিঞ্চ।
এরপর শুরু হয় ওয়ার্নার ও স্মিথের সম্মিলিত তাণ্ডব। ওপেনার ডেভিড
ওয়ার্নার মাত্র ১৩৩ বলে ১৭৮ রান করেন। ১৯টি চার ও ৫টি ছক্কার
সাহায্যে এই রান করেন তিনি। এদিকে স্টিভেন স্মিথও অল্পের জন্য
সেঞ্চুরির মুখ দেখতে ব্যর্থ হন। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮
বলে ৯৫ রান করে শাপুর জর্দানের বলে ধরা পড়েন তিনি।
দলীয় ২৭৪ রানে ওয়ার্নার আউট হলে ক্রিজে নামেন গ্লেন
ম্যাক্সওয়েল। সাক্ষাৎ আতঙ্ক হয়েই মাঠে নামেন তিনি। ৬টি চার ও
৭টি ছক্কার সাহায্যে মাত্র ৩৯ বলে ৮৮ রান করেন ম্যাক্সওয়েল।
সম্মিলিত এই ব্যাটিং নৈপূণ্যের উপর ভর করেই ৪১৭ রানের পাহাড়
গড়ে অস্ট্রেলিয়া।
আফগানিস্তানের পক্ষে শাপুর জর্দান ৮৯ রান এবং দৌলত জর্দান
১০১রান দিয়ে দুইটি করে উইকেট লাভ করেন। এছাড়া হামিদ হাসান ও
নওরোজ মঙ্গল একটি করে উইকেট লাভ করেন।

Comments