মেলবোর্নে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের এরই মধ্যে প্রায় দুই ঘণ্টার বেশি সময় পার হয়ে
গেছে। দর্শকরাও বের হয়ে গেছেন। কিন্তু দেখা গেল, মেলবোর্ন
ক্রিকেট গ্রাউন্ড পার খালি। একি কাণ্ড! ট্রেনের কামরার দুইগুণ
লম্বা ট্রাকের মত কি যেনো ঢুকছে মাঠের মধ্যে।
এ ঘটনায় প্রথম দেখায় সবাইকেই অবাক হতে হয়। মূলত এই ট্রাকের মত
যন্ত্রটি আসলে পিচ তোলারই যন্ত্র।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের যে পিচগুলোতে খেলা হচ্ছিল সেই
পিচ তারা বাইরে তুলে নিয়ে যাচ্ছে। বাইরে অন্য কোথাও হয়তো
যত্ন করে রেখে দেয়া হবে। আবার যখন খেলা হবে তখন ওইখানে
পিচগুলো এনে বসানো হবে।
এর কারণ হলো, এ মাঠেই কিছুদিনের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
তাই পিচগুলো যাতে নষ্ট না হয় সেজন্য সংরক্ষিত স্থানে যত্নে
রেখে দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, এই পিচ ড্রপ ইন সিস্টেমটি শুধুমাত্র ব্রিসবেন আর
মেলবোর্নেই রয়েছে। তবে অস্ট্রেলিয়ার জয়ের পেছনে আইসিসির
ভূমিকা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে তাতে এমন কিছু নয়।
Comments
Post a Comment