আল্লাহর কসম, আমরা হারিনি: মাশরাফি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পরিকল্পিতভাবে বাংলাদেশকে হারিয়ে দেয়া হয়েছে বলে সর্বত্র অভিযোগ ওঠেছে। তারকা-মহাতারকা থেকে শুরু করে আপামর ক্রিকেটপ্রেমী মানুষ ওই ম্যাচে আম্পায়ারদের নির্লজ্জ পক্ষপাতিত্বের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন। ক্ষোভে ফুঁসছে সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড,আম্পায়ার আলিম দার, ইয়ান গৌল্ড, স্টিভ ডেভিসদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি
বিন মুর্তজার বাবার একটি লেখা ছড়িয়ে পড়েছে। যেখানে
মাশরাফি ‘বাংলাদেশকে হারিয়ে দেয়া হয়েছে’ বলে তার বাবার
কাছে কান্নাজড়িত কন্ঠে বলেছেন।

'অজানা খবররের' পাঠকদের জন্য মাশরাফির বাবার ওই লেখা হুবুহু তুলে ধরা হলো-

মাশরাফির বাবা লিখেছেন- “মাশরাফির সাথে কথা হলো।
ছেলেটা কান্না থামাতেই পারছে না। বার বার হাউমাউ করে ডুকরে
ডুকরে কাঁদছিল। রিয়াদের সাথে কথা হলো। রিয়াদ বলল, ড্রেসিং
রুমে নাকি বার বার ফ্লোরে শুয়ে কাঁদছিল মাশরাফি। কারো
কথাতেই কান্না থামাচ্ছিল না। বার বার জড়িয়ে ধরছিল সতীর্থদের।
বিশেষ করে তরুণ তাসকিনকে। আমার সাথে ভালো করে কথাও বলতে
পারল না ছেলেটা।
‘‘আমি জানি ও অনেক কান্না করবে, সেজন্যই ওকে ফোন
দিয়েছিলাম। ছোটখাটো খেলায় হেরে গেলেই ও কাঁদে। আর আজ তো
কোয়ার্টার ফাইনাল! আমার সাথে কথা বলতে পারলো না ভালো
করে। তবে বার বার বলছিল, ‘আব্বা বিশ্বাস কর, আল্লাহর কসম বাবা
আমরা হারি নাই। আমাদের হারিয়ে দেয়া হয়েছে। আব্বা আমরা
জীবন বাজি রেখে লড়াই করেছি। কিন্তু টাকা আর শক্তির কাছে
আমরা হেরে গেছি।’
‘‘ব্যস এইটুকুই কথা হলো। ওর কথা শুনে আমার বুক ফেটে কান্না আসলো।
নিজেকে ছোট মনে হলো। মনে হলো আমি এক অসহায় বাবা। আমার
জীবনের সবচেয়ে কষ্টের দিন আজ। দেশবাসীর কাছে অনুরোধ, আমার
ছেলেকে ভুল বুঝবেন না।’’

চিত্র:ম্যাচ শেষে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন মাশরাফি।

Comments