তিন সিমের ফোন আনছে Acer

তিনটি সিম কার্ড ব্যবহার করা যাবে এমন নতুন ফোন বাজারে
আনছে এসার। এসারের নতুন এই ফোনটির নাম Acer Liquid X2৷ তবে
ফোনটির অপারেটিং সিস্টেম কী হবে তা এসারের তরফে
জানানো হয়নি। বুধবার নিউইয়র্কে নতুন এই ফোনটিকে সর্বসমক্ষে
দেখানো হয়৷ জানা গিয়েছে নতুন এই ফোনটিতে থাকবে ৬৪ বিট
অক্টো-কোর প্রসেসর ও থাকবে ৪ জিবি ব়্যাম।
এছাড়া জানা গিয়েছে, ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে'র এই ফোনটি
থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। পাশাপাশি
ফোনটিতে থাকবে সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরা।
এছাড়া এই ফোনটিতে থাকবে ৪০০০এমএএইচ ব্যাটারি থাকবে বলে
এসারের তরফে জানানো হয়েছে। তবে এসারের তরফে জানানো
হয়েছে আগামী মাসের প্রথম দিকে নয়া এই ফোনটি ইউরোপের
বাজারে পাওয়া যাবে।

Comments