৩০ সেকেন্ডে দূর করুন মশা, জেনে নিন সহজ দুইটি পদ্ধতি :-

স্বাধীন:- যেখানে ময়লা-আবর্জনা বা পানি
জমে থাকে সেখানে মশার অস্তিত্ব
থাকবেই। আমাদের জন্য মশা একটি
বিরক্তিকর জীব, যেটি আমাদের
দেহে সুচ ফুটিয়ে রক্তপান করে নিজের
আহার নিবারণ করে। ডেঙ্গু,
ম্যালেরিয়ার মত মহামারী রোগ
ছড়াতে মশাই দায়ী। আর তাই মশা
থেকে নির্মূল পাবার জন্য আমরা কত
কিছুই না ব্যবহার করি।
যেমন: মশা তাড়াবার স্প্রে,কয়েল বা
অন্য যে কোন উপাদান, প্রতিটিই
তৈরি হয় ক্ষতিকর রাসায়নিক
উপাদান দিয়ে। আর আমরা জানি যে
এসব রাসায়নিক উপাদান আমাদের
স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর
তাই মশা তাড়ানোর জন্য আপনাকে
অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, যা
আপনাকে ক্ষতি থেকে দুরে রাখবে।
অর্থাৎ আপনি চাইলেই ঘরেই তৈরি
করতে পারেন মশা তাড়াবার জন্য
কার্যকরী উপাদান, তাও মাত্র ৩০
সেকেন্ডের কম সময়ে।
আর এতে আপনার কাজে আসবে
নারিকেল তেল বা ভ্যানিলা
এসেন্সের মত সাধারণ উপাদান!
তাহলে জেনে নিন দুইটি সহজ পদ্ধতিঃ
পদ্ধতি নং এক: এই পদ্ধতিতে আমাদের
লাগবে খুবই সাধারণ দুটি উপাদান।
নারিকেল তেল ও এসেনশিয়াল অয়েল।
নারিকেল তেল সবার ঘরেই মজুদ
থাকে, সাথে বেছে নিন আপনার
পছন্দের যে কোন এসেনশিয়াল অয়েল।
ল্যাভেনডার, মিনট, লবঙ্গ, বেসিল,
লেমনগ্রাস বা রোজমেরী-এই
ফ্লেভার গুলো থেকে বেছে নিন যে
কোন একটি বা দুটি এসেনশিয়াল
অয়েল।
যেভাবে ব্যবহার করবেন: ৮ আউন্স
নারিকেল তেলের সাথে মিশিয়ে
নিন ২ চা চামচ এসেনশিয়াল অয়েল।
ব্যাস, তৈরি আপনার জন্য মশা
তাড়াবার প্রাকৃতিক তেল! এই তেল
আপনি শরীরের যে কোন অংশে
মাখতে পারেন। মশা তো দূর হবেই,
সাথে ত্বকও ভালো থাকবে। আর মশা
থাকবে আপনার কাছ থেকে অনেক
অনেক দূরে। কেবল মশা নয়, পিঁপড়া সহ
অন্যান্য ক্ষুদ্র পোকামাকড়ও আর
কাছে ভিড়বে না।
পদ্ধতি নং দুই: পরের উপায়টিতে
আপনার কাজে লাগবে কেবল ভালো
মানের ভ্যানিলা এসেন্স। যে
ভ্যানিলা এসেন্স আমরা খাবার
তৈরিতে ব্যবহার করি, সেটাই।
যেভাবে ব্যবহার করবেন: ভ্যানিলা
এসেন্সের সাথে সমান সমান পরিমাণ
পানি মিশিয়ে নিন। তারপর সেই
মিশ্রণ ব্যবহার করুন নিজের ত্বকে।
চাইলে এই মিশ্রণের সাথে সামান্য
লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে
নিজের ঘরে বা বাগানেও স্প্রে
করতে পারেন।

Comments