৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট

ভূমিকম্পে সারাদেশের সাথে কেঁপে ওঠল গোটা সিলেট। শনিবার দুপুর ১২টা ১৪ মিনিটে ভূকম্পন অনুভূত
হয়। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের
উৎপত্তিস্থল ছিল নেপালের পোখরার পার্শ্ববর্তী লামজুংয়ের ৩৫
কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল
৭.৫। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ আবু সাঈদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
সিলেট ফায়ার সার্ভিস, আবহাওয়া অফিস ও জেলা প্রশাসন সূত্রে
জানা গেছে- ভূমিকম্পে সিলেটে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে
ভূমিকম্পের ঝাঁকুনিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে দেখা
দেয় আতঙ্ক। নগরীর বিভিন্ন বহুতল ভবনে অবস্থিত শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আতঙ্কে নেমে আসেন নিচে। একইভাবে
নগরীর বাসা-বাড়ির বাসিন্দারা বের হয়ে আসেন রাস্তায়।
লিডিং ইউনিভার্সিটির সুরমা মার্কেটস্থ ক্যাম্পাসের
শিক্ষার্থীরা আতঙ্কে নিচে রাস্তায় নেমে আসেন। এসময় আতঙ্কে
শিক্ষার্থীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। শিক্ষার্থীরা রাস্তায়
নেমে আসায় কিছু সময়ের জন্য সুরমা মার্কেট এলাকায় যানজটের সৃষ্টি
হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Comments