ভূমিকম্পে সারাদেশের সাথে আবারো কেঁপে ওঠল গোটা সিলেট। রবিবার দুপুর সোয় ১টার ভূকম্পন
অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে
ভূমিকম্পের উৎপত্তিস্থল তাৎক্ষনিক জানা যায়নি।
ভূমিকম্পের কথা সিলেটভিউ২৪ডটকমকে জানিয়েছেন সিলেট
আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ আবু সাঈদ চৌধুরী।
তবে ভূমিকম্পের ঝাঁকুনিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে
দেখা দেয় আতঙ্ক। নগরীর বিভিন্ন বহুতল ভবনে অবস্থিত শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আতঙ্কে নেমে আসেন নিচে। একইভাবে
নগরীর বাসা-বাড়ির বাসিন্দারা বের হয়ে আসেন রাস্তায়।
আর আগে গতকাল শনিবার সারা দেশে ভূমিকম্প অনভূতি হয়েছিল।
গতকাল ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের পোখরার পার্শ্ববর্তী
লামজুংয়ের ৩৫ কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে
এর মাত্রা ছিল ৭.৫।
Comments
Post a Comment