ভূমিকম্পে গুগল প্রকৌশলী নিহত

ভূমিকম্পে গুগলের এক নির্বাহী প্রকৌশলী ড্যান ফ্রেডেনবার্গ
এভারেস্ট বেসক্যাম্পে প্রাণ হারান। তার পরিবার ও কোম্পানি
সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।
বেসক্যাম্প থেকে ওঠার আগে ভূমিকম্পে বরফের ধস নামে। তাতে
গুগলের ড্যান ফ্রেডেনবার্গ চাপা পড়েন। ভূমিকম্পের আগে থেকেই
এসব আরোহীরা বেসক্যাম্পে অবস্থান করছিলেন এভারেস্টে আরোহণ
করার জন্য।
ড্যানের মৃত্যুর জন্য সমবেদনা জানান, গুগল প্রাইভেসির পরিচালক
লরেন্স ইউ। লরেন্স বলেন , ‘আমরা আমাদের এক সতীর্থকে হারালাম।
এটি উদ্ভাবনের জন্য মারাত্মক ক্ষতি করেছে। ড্যান ফ্রেডেনবার্গ
ছাড়া বাকি তিনজন গুগল কর্মী মাউন্ট এভারেস্টের দুর্ঘটনায় নিরাপদ
রয়েছে। এ জন্য ড্যানের পরিবারকে এক মিলিয়ন মার্কিন ডলার দেওয়া
হবে। ’
ড্যানের বোন মিগান জানান, মাথার আঘাতেই তার মৃত্যু হয়েছে।
সবাইকে তার আত্মার জন্য প্রার্থনা করতে বলেছেন।
গুগল কর্মী ড্যান ফ্রেডেনবার্গ ইন্সট্রাগ্রাম একাউন্টে ও টুইটার পেজে
নিজেকে গুগলের দুঃসাহসী, উদ্ভাবক ও উদ্যমশীল এক প্রকৌশলী
হিসেবে পরিচয় দিয়েছেন। শুক্রবার তার সর্বশেষ পোস্টটি দেখা
যায়। ৩১ মার্চ তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থান
করছেন। ড্যান গুগল এক্সের হেড অব প্রাইভেসির দায়িত্বরত ছিলেন।
এর আগে তিনি বোয়িং কোম্পানিতে প্রকৌশলী হিসেব যোগ দেন।

Comments