বিপুল ভোটে পুনর্নির্বাচিত সিলেটের রুশনারা

নিউজ ডেস্ক: ২৪ হাজার ভোটের বিপুল ব্যবধানে জয়ী হয়ে টানা
দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত
হয়েছেন বাংলাদেশের সিলেটের মেয়ে রুশনারা আলী।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেথনাল গ্রিন অ্যান্ড
বো আসনে লেবার পার্টির প্রার্থী রুশনারা পেয়েছেন ৩২ হাজার
৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির ম্যাথু
স্মিথ পেয়েছেন মাত্র ৮ হাজার ৭০ ভোট।
বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের ৮০ হাজার ভোটারের ৬৩.৯
শতাংশ এবার ভোট দিয়েছেন। বাঙালি অধ্যুষিত এ এলাকার
ভোটাররা যে রুশনারাকেই আবারও পার্লামেন্টে পাঠাবে তা একরকম
নিশ্চিতই ছিল।

Comments