বোনের সাথে তোলা ছবি নিজের ফেইসবুক পাতায়
দেওয়ার পর বাজে মন্তব্যে অতিষ্ঠ হয়ে তা সরিয়ে
নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির
হোসেন।
ভারতের সঙ্গে সিরিজ জয়ের পর বাংলাদেশ বিমানের
একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার সময় ছোট
বোনের সঙ্গে একটি ছবি নিজের ভেরিফাইড ফেইসবুক
পাতায় পোস্ট করেছিলেন নাসির।
এরপর তার ফেইসবুক পাতায় অসংখ্য অশ্লীল ও কটূ মন্তব্য
আসতে থাকে। যে কারণে ছবিটি প্রত্যাহার করে নেন এই
ক্রিকেটার।
নাসির লিখেছেন, “আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক
কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার
সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে
আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে
অনেকেই ফান পোস্টও করছেন।”
“পোস্টটা ডিলেট করে দিলাম এখন খুশি তো? আপনাদের
মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন
না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো
করবেন না,” লেখায় ক্ষোভ ঝরে নাসিরের।
Comments
Post a Comment