পত্রিকা সিলেটভিউ২৪ডটকম'র নিজস্ব
প্রতিবেদক, সমাজকর্মী রাশেদীন ফয়সারের মৃত্যুতে গভীর
শোকপ্রকাশ করেছেন সামাজিক সংগঠন চেইজ বিগিনস’র নেতৃবৃন্দ।
রাশেদীন ফয়সাল সিলেটের অন্যতম এই সামাজিক সংগঠনটির
উপদেষ্ঠা ছিলেন।
এক শোকবার্তায় চেইজ বিগিনস’র প্রেসিডেন্ট শাকিল জামান
বলেন- রাশেদীন ফয়সাল কেবলমাত্র একজন তরুণ সাংবাদিক ছিলেন
না, তিনি একাধারে প্রতিশ্র“তিশীল সমাজকর্মীও ছিলেন। দু:স্থ
পীড়িতদের আর্তনাদ ব্যথিত করত তার মানবিক মনকে।
চেইজ বিগিনস’র উপদেষ্ঠা হিসেবে তিনি বিভিন্ন সময় ছুটে গেছেন
অসহায় মানুষের দোরগোড়ায়। চেষ্টা করেছেন মানুষের মুখে হাসি
ফুটানো।
মানুষের তরে নিবেদিতপ্রাণ এই তরুণের অকাল প্রয়ানে চেইজ
বিগিনসের সকল সদস্য মর্মাহত, শোকাহত।
শাকিল জামান প্রয়াত রাশেদীন ফয়সালের রূহের মাগফেরাত
কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
জ্ঞাপন করে তার পরিবার, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের এই শোক সইবার ক্ষমতা দিতে মহান রাব্বুল আলামীনের কাছে আকুল আবেদন জানান।
Comments
Post a Comment