মিতু হত্যাকাণ্ড : রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে পুলিশ!

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের রহস্য
উম্মোচনের দ্বারপ্রান্তে রয়েছে পুলিশ। এমনটিই ইঙ্গিত
দিলেন পুলিশ কমিশনার ইকবাল বাহার। মিতু হত্যা মামলার অগ্রগতি
সম্পর্কে তিনি সরাসরি কোন মন্তব্য না করে বলেছেন, আমরা
শিগগিরই এ ব্যাপারে আপনাদের ভালো খবর দিতে সক্ষম হবো।
এ জন্য আর কিছু সময় ধৈর্য্য ধরতে হবে।
এদিকে মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড মাত্র এক ব্যক্তির পরিকল্পনায় ৯
জন ভাড়াটে খুনির মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে বলে জানা
গেছে। হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত
অন্তত ৫ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে পুলিশ
কর্মকর্তারা জানিয়েছেন। এই হত্যাকাণ্ডের অগ্রগতির ব্যাপারে
চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা সরাসরি কোন মন্তব্য করতে
অস্বীকৃতি জানালেও শিগগিরই এই হত্যারহস্য উন্মোচিত হবে
বলে মন্তব্য করেছেন।
পুলিশের একাধিক সূত্র জানায়, মিতু হত্যাকাণ্ডের রহস্যে
উন্মোচনের দ্বার প্রান্তে রয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের
পরিকল্পনাকারী, হত্যাকারী এবং তাদের সহযোগিদের ব্যাপারে
পুরোপুরি নিশ্চিত হয়েছেন পুলিশ কর্মকর্তারা।
এদের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ৫ জন এখন
পুলিশ হেফাজতে রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত
করেছে। তবে মিত্যু হত্যাকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততা থাকার বিষয়টি
নিশ্চিত করেননি কোন পুলিশ কর্মকর্তা।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, মিতু হত্যাকাণ্ডের পুরো
পরিকল্পনা একজন মাত্র ব্যক্তিই করেছেন। এই এই পরিকল্পনা
বাস্তবায়ন করেছে ভাড়াটে খুনিরা। হত্যাকাণ্ডে সরাসরি অংশ
নিয়েছে ৪ জন এবং আশে পাশে অবস্থান নিয়ে আরো ৫ জন
হত্যাকাণ্ড বাস্তবায়নে সহায়তা করেছে। এ ছাড়া মিতুকে হত্যা
করতে কমপক্ষে ৫ দফা চেষ্টা চালিয়ে ৭ দফায় হত্যাকারীরা
সফল হয়েছে বলে পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে।
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের ব্যাপারে গত
দুই দিন ধরে চট্টগ্রামের একাধিক সিনিয়র পুলিশ কর্মকর্তার সঙ্গে
কথা বলতে চাইলে তারা কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার সরাসরি কোন মন্তব্য না
করে বলেছেন, আমরা শিগগিরই এ ব্যাপারে আপনাদের ভালো
খবর দিতে সক্ষম হবো। এ জন্য আর কিছু সময় ধৈর্য্য ধরতে
হবে।
এদিকে পুলিশ মিতু হত্যাকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে
দেখতে কারাগার থেকে জঙ্গি সদস্য ফুয়াদকে রিমান্ডে নিয়ে
জিজ্ঞাসাবাদ করলেও তার কাছে এই হত্যাকাণ্ডের ব্যাপারে
উল্লেখযোগ্য কোন তথ্য পায়নি বলে সূত্রে জানা গেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে জঙ্গি ফুয়াদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা
অস্বীকার করেছে। এ ছাড়া মিতু হত্যাকাণ্ডে সরাসরি
অংশগ্রহণকারী হিসেবে গ্রেফতারকৃত শাহজামান রবিনকে
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের হত্যাকাণ্ডের ব্যাপারে কোন
তথ্য পায়নি পুলিশ।
তবে মিতু হত্যাকাণ্ডে তদন্ত সংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তা নাম
প্রকাশ না করার শর্তে বলেছেন, মিতু হত্যাকাণ্ডে সরাসরি অংশ
নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়া সেই তিন যুবকসহ মোট
৫ হত্যাকারী এখন পুলিশ হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের
পরিকল্পনা থেকে বাস্তবায়ন ও তৎপরবর্তী অবস্থার পুরো চিত্র
এখন পুলিশের হাতে এসে গেছে বলে পুলিশ কর্মকর্তারা
জানিয়েছেন। শিগগিরই এই হত্যারহস্য উন্মোচিত হবে বলে
জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলেছেন ‘জাস্ট ওয়েট অ্যান্ড সি’।
জাগো নিউজ

আমাদের দেশ এ হত্য কান্দ বেড়ে গেছে।এখন অনেক হত্যকারি খুলা হাটতেছে।তাদের বিচার নেয়।


posted by:ojanakhobor.blogspot.com

Comments