বিয়ানীবাজারে কুড়ারবাজারে যুবকের ও তিলপাড়ায় কিশোরীর ঝুলন্তলাশ

বিয়ানীবাজার প্রতিনিধি, মঙ্গলবার, ২১ জুন ২০১৬ :: সিলেটের
বিয়ানীবাজারে এক যুবক ও এক কিশোরীর ঝুলন্ত মরদেহ
উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের
আকাখাজনা গ্রামে গোলাল আহমদের পুত্র লুকুর আহমদ (৩০)
ও তিলপাড়া ইউনিয়নের শানেস্বরে নিখিল চন্দ্র দাসের কন্যা জনি
রানী দাস (১৫) এর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
তাদের মৃত্যুর কোন কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে লুকুর মানসিক
ভারসাম্যহীন ছিল বলে এলাকার মানুষরা এমন দাবি করেছেন।
মঙ্গলবার ভোরে লুকুরের লাশ পাওয়া যায় তার ঘরের পিছনে।
আর জনি রানী দাসের লাশ পাওয়া যায় তার নিজের ঘরে
তীরের সাথে ঝুলন্ত অবস্থায়।
বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এএসআই দেলওয়ার জানান, পৃথক
ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের
জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়েছে।

Comments