নিউজ
ডেস্ক :
বঙ্গবন্ধু
শেখ
মুজিবুর
রহমান
ও
জুলফিকার
আলী ভুট্টো একই
গাড়িতে ছিলেন।
মানুষ
তখন
ভুট্টোর
প্রতি জুতা নিক্ষেপ
করেছেন,
বঙ্গবন্ধুর
প্রতি নয়। দৈনিক পত্রিকা ভোরের
কাগজের সম্পাদক শ্যামল দত্তের এ কথার
সূত্র ধরে বাংলাদেশ জাতীয় পার্টির
(বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান
পার্থ বলেন, আমি ও বাবা বাজারে গেলাম।
বাজার থেকে ফিরে এসে বললাম ভাগ্যিস
জুতা আমারে মারেনি, আব্বারে মারছে,
মারুক। আমারে মারতে পারেনি, আমার
মান-ইজ্জত তো থাকছে। বুধবার
রাতে মাছরাঙা টেলিভিশনে চারদিক
অনুষ্ঠানে আন্দালিব রহমান পার্থ এসব
কথা বলেন।
পার্থ বলেন, আওয়ামী লীগ
রাজনীতি ভাবে বিশ্বাস করে ২১ আগস্ট
গ্রেনেড হামলা বিএনপি করেনি।
রাজনৈতিক কারণে এটার সুযোগ-
সুবিধা নিচ্ছে। রাজনীতির
হিসেবে বিএনপি কোনোই
আওয়ামী লীগকে নিবংশ করতে চাইবে না।
প্রধানমন্ত্রীর কিছু হলে সেখানে শেখ
রেহানা ও সজিব ওয়াজেদ জয় আছেন আসতেন।
আন্দালিব রহমান পার্থ আরো বলেন, এখন
রাজনীতির সবচেয়ে বড় আদর্শ ক্ষমতায়
যাওয়ার আদর্শ। সবার চেয়ে ক্ষমতায় সত্য
তার ওপরে নেই।
Comments
Post a Comment