মঙ্গল গ্রহে চলতি বছরে নানা ধরনের জিনিসের
দেখা মিলেছে বলে, বছর জুড়েই বিজ্ঞানীরা দাবি করেছেন।সম্প্রতি সেই তালিকায় এবার যোগ হল, লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল গ্রহে কফিন বা কবর দেখা যাওয়ার।
ফলে এটি ভিনগ্রহী কোনো বাসিন্দার কবর কিনা, সেই প্রশ্নই এখন উঠেছে। ভিনগ্রহীদের যান বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন
আমেরিকার প্রখ্যাত ইউএফও বিশেষজ্ঞ উইল ফারার। তিনি সম্প্রতি মঙ্গলের মাটিতে কবর বা কফিনের মতো দেখতে একটি বস্তুর দাবি করেছেন।নাসার রোবটযান কিউরিসিটি রোভারের তোলা মঙ্গলের ছবি নিয়ে একটি ভিডিও সম্প্রতি ইউটিউবে উইল ফারার আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অস্পষ্ট একটি কবরের চিহ্ন।তিনি দাবি করেন, মঙ্গলের একটি পাথরখন্ড অনেকটাই কবর বা কফিন আকৃতির মতো দেখা গেছে। এটি ভিনগ্রহের কোনো অ্যালিয়েনের কবর হতে পারে। প্রায় এক ফুট উঁচু এই কবর
দেড় মিটার চওড়া।
Comments
Post a Comment