গাড়িতে মিলন মুত্যুফাঁদ নয় তো?

সেক্স থেকে মৃত্যু? হ্যাঁ হতেই পারে৷
তবে গাড়ি চালাতে চালাতে যারা সহবাস
করতে অভ্যস্ত ভয়টা তাদের জন্যই বেশি৷কারণ
গাড়িতে সহবাসের পরে তাদের মধ্যেএক
ধরনের তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে যায়, যার
ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল
থাকে৷ সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এই
তথ্য৷ আর
সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বেশি রিস্ক
জোনে রয়েছে তরুণ প্রজন্ম৷ কারণ তাদের
মধ্যেই লুকিয়ে-চুরিয়ে কার সেক্সের
প্রবণতা বেশি থাকে৷
সাউথ ডাকোটা বিশ্ববিদ্যালয়ের এই
গবেষণায় উঠে এসেছে আর এক চাঞ্চল্যকর
তথ্য৷১৯৫ জন পুরুষ এবং ৫১১ জন মহিলার উপর
চালানো একটি সার্ভে রিপোর্ট বলছে,
এদের মধ্যে ৩৩ শতাংশ পুরুষ আর ৯ শতাংশ
মহিলা গাড়ি চালাতে চালাতে সেক্স
করতে অভ্যস্ত৷২৯ শতাংশ নারী ও পুরুষ
প্যাসেঞ্জার হিসেবে সেক্সকে খুবই উপভোগ
করেন৷এমনকী প্রতি ঘণ্টায় ১০০-১৩০
কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময়
সেক্স করতে ভালোবাসেন ৪৯ শতাংশ লোক,
সে মহিলাই হোক বা পুরুষ৷
আর তার ফলেই টায়ার পাংচার, অন্য গাড়ির
সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, অন্য
লেনে চলে যাওয়া বা গাড়ি উল্টে যাওয়ার
মতো ঘটনাগুলো আকছারই ঘটতে থাকে৷কারণ
খুব স্বাভাবিক নিয়মেই সেক্সের পাঁচ
মিনিটের মধ্যেই হ্যাঙওভার
কাটানো কারওর পক্ষেই সম্ভব নয়, জাস্ট
অসম্ভব৷

Comments