নিজের থেকেও চার বছর ছোট ছেলের প্রেমে পরেছে নিপুণ!



নিপুণ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরী করে। ছেলেদের সাথে কেন জানি সহজ ভাবে মিশতে পারেনা। চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলতে পারেনা সে। আবার পারিবারিক ভাবে যে সব বিয়ের প্রস্তাব আসে তার জন্য সেগুলো তার পছন্দ হয়না। সেই নিপুণ প্রেমে পড়েছে! তাও তার থেকে চার বছরের ছোট এক ছেলের সাথে!
এ দৃশ্যটি ‘দুইয়ে দুইয়ে পাঁচ’ নাটকটিতে দেখা গেছে। এখানে নিপুণের চরিত্রের নাম ‘শাম্মী’। অপরিপক্ব ও ২য় সারির পরিচালক(অনেক ঢাকঢোল পিটিয়েও বাজে নির্মাণের ফ্লপ ছবি "এক চাপ চা" থেকে অনুমেয়) নঈম ইমতিয়াজ নেয়ামূলের রচনা ও পরিচালনায় এ নাটকটিতে আরও অভিনয় করেছেন নীরব, পারভীন সুলতানা দিতি প্রমুখ।

নাটকটি দেখা গেছে ২৪ জানুয়ারি রাত ৯টায় এনটিভি’তে।

Comments