Posted by
Unknown
on
- Get link
- X
- Other Apps
ফ্রান্সের লিগ ওয়ানে মেসকে হারিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে অলিম্পিক লিওঁ। আর সাঁতে ইচেনার বিপক্ষে জিতে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের সঙ্গে পয়েন্ট সমান করেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
এ মৌসুমে ফরাসি
লিগের সর্বোচ্চ গোলদাতা আলেকসঁদ ল্যাকাজেত্তে ও তোলিসোর
গোলে রোববার মেসকে ২-০ গোলে হারায় লিওঁ।
আর পিএসজি ইচেনাকে
১-০ ব্যবধানে হারায় জ্লাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি গোলে। ২২ ম্যাচ থেকে
লিওঁর পয়েন্ট এখন ৪৮। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শুক্রবার নিসের কাছে ২-১ গোলে
হেরে যাওয়া মার্শেই। সমান ম্যাচে পিএসজির পয়েন্টও ৪৪।
Comments
Post a Comment