স্বাধীন:- পাকিস্তানি এক ব্যাক্তির হাতে সাউথ
আফ্রিকার এক কৃষ্ণাঙ্গ খুনের সূত্র
ধরে প্রবাসী বাঙালীদের জীবন হুমকির
মুখে। গত ৪ দিনে ২জন বাঙ্গালীকে খুন
লুটপাট ও ভাংচুর করা হয় ২ হাজার
দোকান। মৃত এক জনের পরিচয়
পাওয়া গেলেও অন্য একজনের খোজ
মিলেনি, এভাবে প্রায়ই খুন হচ্ছে সাউথ
আফ্রিকায় ব্যাবসায়ী প্রবাসীরা, চরম
আতংক ও অসহায় জীবন
কাটাচ্ছে হাজারো বাঙ্গালী, এসব
সংবাদ গন মাধ্যমে প্রকাশ না করায়
ক্ষোভ প্রকাশ করেন অনেক
বাঙ্গালী প্রবাসী।
কয়েক দিন আগে পাকিস্তানি এক
ব্যাক্তি সাউথ আফ্রিকার এক কৃষ্ণাঙ্গ
লোককে খুন করে। তারেই সূত্র ধরে ২২
জানুয়ারি চট্রগাম সিতাকুন্ডের সুমন
নামের এক যুবক কে নৃশংস ও লোমহর্ষক
ভাবে খুন করেন বলে অভিযোগ করেন সাউথ
আফ্রিকার শহর Johannesburg
ব্যাবসায়ী নোয়াখালী কোম্পানিগঞ্জ
উপজেলার কামাল। তিনি এই
প্রতিনিধি কে জানান সাউথ আফ্রিকার
Johannesburg, Soto নামক স্থানে প্রায় খুন
হচ্ছে বাঙ্গালী প্রবাসীরা তিনি আরো জানান
গত ৪দিনে ২হাজার দোকান পাট ভাংচুর ও
লুটপাট করে কৃষ্ণাঙ্গরা, এ ঘটনায় অনেক
বাঙ্গালী প্রবাসী তাদের
ব্যাবসা প্রতিষ্টান বন্ধ করে আত্ম গোপন
করে না খেয়ে মানবতার জীবন কাটাচ্ছে,
তিনি আরো বলেন মাসের শুরু
কিংবা শেষে প্রায় তারা বাঙ্গালীদের
খুন করছেন কিন্তুু তা কোন পত্র,পত্রিকায়
বা টিভি চ্যানেল গুলো প্রকাশ করছে না,
এমন কি বাংলাদেশ সরকার ও এসব
বিষয়ে কোন প্রদক্ষেপ গ্রহন করছেন না,
এছাড়া যে সব লোকদের খুন করা হয় তাদের
লাশ ও পাওয়া যায়না গেলেও তাদের
আত্বীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর
করা হয়না, এসবের সত্যতা যাচাইয়ের জন্য
এই প্রতিনিধির পরিচিত আরেক
বাঙ্গালী প্রবাসী নোয়াখালীর
চৌমুহনীর ছোটন কে ফোন
করে জানতে চাইলে তিনি বলেন
Johannesburg আমার কাছ থেকে ২হাজার
কি:মি: দূরে তবে আমি এসব ঘটনা শুনেছি,
বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ
মন্ত্রনালয়, ও ট্রাভেল এজেন্সির নিকট
বাঙ্গালী প্রবাসিদের জোর দাবী এসব
বিষয়ে অতি সত্তর ব্যাবস্থা নেয়ার
অন্যথায় সকল প্রবাসীর জীবন হুমকির
মুখে রয়েছে বলে দাবী করেন তারা।
Comments
Post a Comment