বিয়ের পিঁড়িতে বসলেন শাকিব খান ও অপু
বিশ্বাস। ধুমধাম করেই তাদের বিয়ের
অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি ছিল
প্রায় পাঁচ শ। শাকিব-অপু ছাড়াও
অনুষ্ঠানে তাদের বাবা-মাসহ নিকট আত্মীয়
ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
তবে শাকিব-অপুর বিয়ের এই পুরো ঘটনাটাই
আসলে সিনেমার দৃশ্যের প্রয়োজনে;
বাস্তবে নয়। মনতাজুর রহমান আকবর
পরিচালিত মাই ডার্লিংসিনেমার গল্পের
প্রয়োজনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন
তারা।
২৮ জানুয়ারি বিএফডিসির ৪ নম্বর
ফ্লোরে মাই ডার্লিং সিনেমার শুটিংয়ের
প্রয়োজনে শাকিব-অপুর এই বিয়ের
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুটিং সেটে সিনেমাটির পরিচালক মনতাজুর
রহমান আকবর বলেন, ‘চমৎকার একটি প্রেমের
গল্প নিয়ে মাই
ডার্লিং সিনেমাটি নির্মিত হচ্ছে। আজ
শাকিব-অপুর বিয়ের দৃশ্যের শুটিং চলছে। এ
জুটিকে দর্শক সব সময়ই
ভালোভাবে নিয়েছেন। আশা করছি এ
সিনেমা তার ব্যতিক্রম হবে না।’
মনিরুজ্জামান প্রযোজিত এবং মাহিন
ফিল্মসের ব্যানারে নির্মিত মাই
ডার্লিং সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয়
করছেন অমিত হাসান, প্রবীর মিত্র,
রেহানা জলি ও কাবিলা।
সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ
লিখেছেন পরিচালক মনতাজুর রহমান আকবর
নিজেই। চিত্রগ্রহণ করছেন ইস্তফা রহমান।
সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।
বিশ্বাস। ধুমধাম করেই তাদের বিয়ের
অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি ছিল
প্রায় পাঁচ শ। শাকিব-অপু ছাড়াও
অনুষ্ঠানে তাদের বাবা-মাসহ নিকট আত্মীয়
ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
তবে শাকিব-অপুর বিয়ের এই পুরো ঘটনাটাই
আসলে সিনেমার দৃশ্যের প্রয়োজনে;
বাস্তবে নয়। মনতাজুর রহমান আকবর
পরিচালিত মাই ডার্লিংসিনেমার গল্পের
প্রয়োজনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন
তারা।
২৮ জানুয়ারি বিএফডিসির ৪ নম্বর
ফ্লোরে মাই ডার্লিং সিনেমার শুটিংয়ের
প্রয়োজনে শাকিব-অপুর এই বিয়ের
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুটিং সেটে সিনেমাটির পরিচালক মনতাজুর
রহমান আকবর বলেন, ‘চমৎকার একটি প্রেমের
গল্প নিয়ে মাই
ডার্লিং সিনেমাটি নির্মিত হচ্ছে। আজ
শাকিব-অপুর বিয়ের দৃশ্যের শুটিং চলছে। এ
জুটিকে দর্শক সব সময়ই
ভালোভাবে নিয়েছেন। আশা করছি এ
সিনেমা তার ব্যতিক্রম হবে না।’
মনিরুজ্জামান প্রযোজিত এবং মাহিন
ফিল্মসের ব্যানারে নির্মিত মাই
ডার্লিং সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয়
করছেন অমিত হাসান, প্রবীর মিত্র,
রেহানা জলি ও কাবিলা।
সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ
লিখেছেন পরিচালক মনতাজুর রহমান আকবর
নিজেই। চিত্রগ্রহণ করছেন ইস্তফা রহমান।
সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।
Comments
Post a Comment