ফের একটা রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার উইকেটকিপার কুমার সাঙ্গাকারা৷একদিনের ক্রিকেটে এখন সফলতম উইকেটকিপারের হলেন তিনি। বিশ্ব রেকর্ডের পাশাপাশি দিন তিনি ব্যাট হাতে ১০৫ বলে ১১৩ রান করেন। যা লঙ্কানদের ম্যাজ জয়ে ভূমিকা রাখে।
সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আরও
একটা বড় রেকর্ডের মালিক হলেন শ্রীলঙ্কার
৩৭ বছরের এই কিংবদন্তি ক্রিকেটার।
ওয়ানডে ক্রিকেটে উইকেটকিপার
হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারের
বিশ্বরেকর্ড ভাঙলেন সাঙ্গাকারা৷
সংখ্যাটি ৪৭৩।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের
বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সপ্তম
ম্যাচে সামিন্ডা এরাঙ্গার
বলে অ্যান্ডাসরসনের ক্যাচ নিতেই
সাঙ্গা ভেঙে দেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান
অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড (৪৭২টি)।
৩৯৭টি ওয়ানডে ম্যাচ খেলে উইকেটকিপার
হিসাবে সাঙ্গার ৪৭৩টি শিকারের
মধ্যে ৩৭৭টি ক্যাচ, ৯৬ টি স্ট্যাম্পিং রয়েছে।
সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আরও
একটা বড় রেকর্ডের মালিক হলেন শ্রীলঙ্কার
৩৭ বছরের এই কিংবদন্তি ক্রিকেটার।
ওয়ানডে ক্রিকেটে উইকেটকিপার
হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারের
বিশ্বরেকর্ড ভাঙলেন সাঙ্গাকারা৷
সংখ্যাটি ৪৭৩।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের
বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সপ্তম
ম্যাচে সামিন্ডা এরাঙ্গার
বলে অ্যান্ডাসরসনের ক্যাচ নিতেই
সাঙ্গা ভেঙে দেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান
অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড (৪৭২টি)।
৩৯৭টি ওয়ানডে ম্যাচ খেলে উইকেটকিপার
হিসাবে সাঙ্গার ৪৭৩টি শিকারের
মধ্যে ৩৭৭টি ক্যাচ, ৯৬ টি স্ট্যাম্পিং রয়েছে।
Comments
Post a Comment