হ্যাকারদের হামলায় চল্লিশ মিনিট বন্ধ ছিল ফেসবুক

হ্যাকারদের হামলায় চল্লিশ মিনিট বন্ধ ছিল ফেসবুকbangladeshi news paper bangladeshi news papers all bangladeshi news paper bangladeshi bangla news paper daily bangladeshi news paper bangladeshi daily news paper bangladeshi news paper.com bangladeshi news paper bangla www.bangladeshi news paper.com www.bangladeshi news paper bangladeshi news paper in bangla bangla newspaper all bangladeshi news paper bangladeshi news paper prothom alo all bangladeshi news paper potrika bangladeshi news paper ittefaq read all bangladeshi news paper www.bangladeshi news papers www.bangladeshi bangla news paper www.bangladeshi bangla news paper.com

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে মঙ্গলবার প্রায় চল্লিশ মিনিটের মতো ঢুকতে পারেননি লাখ লাখ ব্যবহারকারী।
ছবি শেয়ার করার সাইট ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দিয়েছিল।
একটি হ্যাকার গ্রুপ ‘লিজার্ড স্কোয়াড’ দাবি করছে তারা এই দুটি সাইট হ্যাক করেছে।
বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীও জানাচ্ছেন মঙ্গলবার তারাও কিছুক্ষণের জন্য ফেসবুকে ঢুকতে পারেন নি।
ফেসবুক স্বীকার করেছে যে তাদের অনেক ব্যবহারকারী সাইটে ঢুকতে পারছিল না। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে ফেসবুকের একজন মুখপাত্র জানান, তারা চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করে আনার জন্য।
ইনস্টাগ্রামের পক্ষ থেকেও একই ধরণের বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তাদের সাইটে ঢুকতে অনেকের সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
লিজার্ড স্কোয়াড নামের যে গ্রুপটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাইট হ্যাক করেছে বলে দাবি করছে, তারা এর আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সের সাইট হ্যাক করেছিল গতকাল সোমবার।

Comments