শাহরুখ-আমিরকে হিন্দু ধর্মে রূপান্তরিতের আহবান! ২০১৫ জানুয়ারি ২৬ ১০:০৮:৫৮ স্ত্রীকে সত্যিই ভালবাসলে হিন্দু ধর্মে রূপান্তরিত হোন- বলিউড অভিনেতা শাহরুখ খান, আমির খান, সাইফ আলি খানের প্রতি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে হিন্দু মহাসভা। শাহরুখ, আমির, সাইফের পাশাপাশি ফারদিন খান এবং ইমরান হাশমিকেও হিন্দু মহিলাদের বিয়ে করার জন্য আক্রমণ করা হয়েছে। সম্প্রতি হিন্দু মহাসভার সাপ্তাহিক পত্রিকা হিন্দু সভা বার্তার সম্পাদকীয়তে বলা হয়েছে, বলিউডে সিনেমা পরিচালকদের ওপর চাপ সৃষ্টি করা হয় সিনেমায় মুসলিম অভিনেতাদের সঙ্গে হিন্দু অভিনেত্রীদের জুটি তৈরি করার জন্য। হিন্দু মেয়েরা যখন দেখে মুসলিম ছেলেরা হিন্দু চরিত্রে অভিনয় করছে তাও আবার হিন্দু অভিনেত্রীর সঙ্গে, তখন তারা ভাবে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে করার মধ্যে কোনো অনৈতিকতা নেই। তারা মুসলিম ছেলেদের মধ্যেই নিজেদের সঙ্গী খুঁজতে চায়। পত্রিকাতে আরও বলা হয়েছে, ‘এই সমস্ত সিনেমা এবং অভিনেতাদের জন্যই হিন্দু মেয়েরা ভাবে মুসলিম ছেলেকে বিয়ে করাটা সাধারণ ও স্বাভাবিক বিষয়। আর এই মুসলিম অভিনেতারাই ভারতে ‘লাভ জিহাদ’কে চিরস্থায়ী করার প্রেরণা হয়ে উঠছেন।’ একইসঙ্গে তাদের প্রশ্ন, ‘মুসলিম অভিনেতারা যদি সত্যিই তাদের স্ত্রীকে ভালবাসে তাহলে কেন তাদের ইসলাম ধর্মে দিক্ষিত হতে হয়? মুসলিম সংস্কৃতিকে কেন গ্রহণ করতে হয়? কেন তারা স্ত্রীদের হিন্দু পদবী ব্যবহার করতে পারেন না।’ তাই স্ত্রীকে সত্যিই ভালবাসলে শাহরুখ খান, আমির খান, সাইফ আলি খান, ফারদিন খান ও ইমরান হাশমিকে হিন্দু ধর্মে রূপান্তরিত হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন হিন্দু মহাসভা।
স্বাধীন:- শাহরুখ-আমিরকে হিন্দু
ধর্মে রূপান্তরিতের আহবান!
২০১৫ জানুয়ারি ২৬ ১০:০৮:৫৮
স্ত্রীকে সত্যিই ভালবাসলে হিন্দু
ধর্মে রূপান্তরিত হোন- বলিউড
অভিনেতা শাহরুখ খান, আমির খান,
সাইফ আলি খানের প্রতি এই
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে হিন্দু
মহাসভা। শাহরুখ, আমির, সাইফের
পাশাপাশি ফারদিন খান
এবং ইমরান হাশমিকেও হিন্দু
মহিলাদের বিয়ে করার জন্য আক্রমণ
করা হয়েছে।
সম্প্রতি হিন্দু মহাসভার সাপ্তাহিক
পত্রিকা হিন্দু সভা বার্তার
সম্পাদকীয়তে বলা হয়েছে,
বলিউডে সিনেমা পরিচালকদের ওপর
চাপ সৃষ্টি করা হয় সিনেমায় মুসলিম
অভিনেতাদের সঙ্গে হিন্দু
অভিনেত্রীদের জুটি তৈরি করার
জন্য। হিন্দু মেয়েরা যখন
দেখে মুসলিম ছেলেরা হিন্দু
চরিত্রে অভিনয় করছে তাও আবার
হিন্দু অভিনেত্রীর সঙ্গে, তখন
তারা ভাবে মুসলিম ছেলেদের
সঙ্গে বিয়ে করার
মধ্যে কোনো অনৈতিকতা নেই।
তারা মুসলিম ছেলেদের মধ্যেই
নিজেদের সঙ্গী খুঁজতে চায়।
পত্রিকাতে আরও বলা হয়েছে, ‘এই
সমস্ত সিনেমা এবং অভিনেতাদের
জন্যই হিন্দু মেয়েরা ভাবে মুসলিম
ছেলেকে বিয়ে করাটা সাধারণ ও
স্বাভাবিক বিষয়। আর এই মুসলিম
অভিনেতারাই ভারতে ‘লাভ
জিহাদ’কে চিরস্থায়ী করার
প্রেরণা হয়ে উঠছেন।’
একইসঙ্গে তাদের প্রশ্ন, ‘মুসলিম
অভিনেতারা যদি সত্যিই তাদের
স্ত্রীকে ভালবাসে তাহলে কেন
তাদের ইসলাম ধর্মে দিক্ষিত হতে হয়?
মুসলিম সংস্কৃতিকে কেন গ্রহণ
করতে হয়? কেন তারা স্ত্রীদের হিন্দু
পদবী ব্যবহার করতে পারেন না।’
তাই স্ত্রীকে সত্যিই
ভালবাসলে শাহরুখ খান, আমির খান,
সাইফ আলি খান, ফারদিন খান ও
ইমরান হাশমিকে হিন্দু
ধর্মে রূপান্তরিত হওয়ার চ্যালেঞ্জ
জানিয়েছেন হিন্দু মহাসভা।
Comments
Post a Comment