১ মিনিটে জীবন রক্ষা করুন হার্টের রোগীর!

স্বাধীন:- আমাদের আশেপাশে হার্টের রোগীর অভাব নেই। যুগ যুগ ধরেই অনেক মানুষ
নিজেদের অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের
কারণে নানা ধরণের রোগে আক্রান্ত
হচ্ছেন। তার মধ্যে অতিপরিচিত একটি অসুখ
হল হার্টের সমস্যা। এই সমস্যায়
ভুক্তভোগী রোগীদের অসুস্থতার সময়
কীভাবে সহজেই সুস্থ করে তোলা যায় সেই
পরামর্শই দিয়েছেন বিদেশী একজন
ডাক্তার।
ডাঃ জন ক্রিসটফার বলেছেন যে, যে কোন
মানুষ পারবে একজন হার্টের
রোগীকে বাঁচাতে। শুধুমাত্র ছোট্ট
একটি কাজে। তা হল-
- সবার বাসাতেই তো শুকনো মরিচের
গুঁড়ো থাকে। যখনই কোন হার্টের
রোগী বুকে ব্যথার সমস্যায় কষ্ট
পেতে থাকেন তখনই তাকে একগ্লাস
পানির সাথে ১ চিমটি মরিচের
গুঁড়ো মিশিয়ে খাইয়ে দিন। যদি হার্টের
রোগী অজ্ঞান হয়ে যান তাহলে তার
জিভের নিচে সামান্য মরিচ
গুঁড়ো দিয়ে দিন।
এটিই সবচেয়ে সহজ উপায় একজন হার্টের
রোগীকে তাৎক্ষণিক ভাবে সুস্থ
করে তোলার। দেখবেন খুব
তাড়াতাড়ি হার্টের রোগী কিছুটা সুস্থ
হয়ে উঠবেন। ডাঃ আরও বলেন যে এভাবেই
যে কোন মানুষ প্রথম ধাপে একজন হার্টের
রোগীকে সুস্থ করে তুলতে পারবেন। কিন্তু
যদি রোগী যদি বেশি অসুস্থ হয়ে যান
তাহলে অবশ্যই ডাক্তার এর
কাছে নিতে হবে।

Comments